দেশোত্ববোধক কবিতা
খোকন আমার যুদ্ধে গেছে
খোন আমার যুদ্ধে গেছে
আসবে কখন ফিরে
পথটি চেয়ে বসে আছি
বক্ষ ভাসে নীরে।
পশু রাজার সিপাই সেনা
মারবে আমার ছেলে
যাবার বেলায় দোয়া নিতে
গিয়েছিল আমার বলে।
সঙ্গি যারা ছিলো খোকার
কেউ শহীদ কেউ গাজী
আর এলোনা সোনার মানিক
শহীদ হলো বুঝি ?
সবার তারে দোয়া করি
সবার জনম ভরি
বাংলা স্বাধীন করলো যারা
তাদের কথাও স্মরি।।
No comments:
Post a Comment