উদ্দীপনা
আয়রে নতুন আয়ের কচি
নতুন সাজে সমাজ রচি
আঁক বাঁকা কঠিন যে কাজ
কচি হাতে করব সহজ।।
আয়রে সবিই সদল বলে
বন উপবন জ্বল স্থালে
হোক না লোহার প্রাচির ঘেরা
খরস্রোতের জ্বলের ধারা।।
পেরিয়ে শষত ভর বাঁধাকে
ছুটবো যে তাই ঝাঁকে ঝাঁকে
পঙ্গপালের লক্ষ দেখে
বদ্ধ সমজা উঠবে কোঁপে।।
অজানাকে জানবো মেরা
মান বো না কোন আদিম ধারা
অনেক কিছু বলতে বাকি
অনেক কাজ করতে বাকি।।
লুক্ত কথায় আনতে ধারায়
যাব মোরা আকাশ চুড়ায়
সেথায় গিয়ে শেষ না হলে
নাম বো মোরা গহিন জ্বলে ।।
ঘুরবো মোরা পাগল পারা
দেখব তাদের সমাজ ধারা
আকাশ বাতাস পাহাড় চুড়ে
ডানা বিহিন ফিরবো উড়ে।।
এ সংগ্রামে জীবন গেলে
থামবো না কো শেষ না হলে।।
*****
No comments:
Post a Comment