জন্ম ভূমির গান
এই দেশেতে জন্ম মোদের
এই দেশেতে বাস
রোদেপুড়ে বর্ষায় ভিজে
কাটারয় বার মাস।।
শ্যামল সবুজ দেশ খানি মোর
সকল দেশের ছোটো
যে দিকে চাই, চোখ ভরে যায়
নে হাতে আঁখা ফটো।।
নাই তুলোনা কেউ ভোলে না
এই দেশে যে আসে
স্বাদেশ ভূলে যায় না চলে
এদশে ভাল বেসে।।
মন্ত্র মুগ্ধ দৈত্য যেমন
মন্ত্র জালে বাঁধা
অজ্ঞ লোকে বুঝবে কি তা
জ্ঞানীর লাগে ধাঁধাঁ ।।
***
No comments:
Post a Comment