My Blog List

স্বাধীনতা

  স্বাধীনতা 
----------
স্বাধীনতা তুমি দুঃখ হলেও 
তুমি জীবনের শান্তি
তোমাকে পেয়ে মুছে গেছ 
জ্বরা জীবনের ক্লান্তি। 

স্বাধীনতা তুমি হাজারো জীবনে 
ফুটালে মুখের হাসি 
কি দিয়ে তোমার ঋণ শুধিবো 
ফুল দিব রাশি রাশি।। 

স্বাধীনতা তুমি মা বোনেদের 
বাঁচালে ইজ্জত মান 
মহামহিমার করুণা তুমি 
এনে দিলে মহাদান। । 

স্বাধীনতা তুমি কাঁদালে যত 
হাঁসালে অনেক বেশি
তাই উদিলে আঁধারে আকাশে 
রুপরী শুভ্র শশী। ।

No comments:

Post a Comment